পেকুয়া প্রতিনিধি ধর্ষণে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্র চৌমহনী কলেজ গেইট এলাকায় ফুলকলির সামনে ছাত্র অধিকার পরিষদ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীসহ সংগঠনের নেতৃন্দরা অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ পেকুয়া উপজেলা শাখার সমন্বয়ক মোঃ হাসিব, আজিজ, তাওসিফ, আবদু রহিম, মিজবাহ উদ্দিন, এনাম, এরশাদ, শেফায়েত, মোয়াজ্জেম, আবদুল্লাহ, সৈকত, আতা এলাহী ও জাহেদুল ইসলাম প্রমূখ । বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণের ঘটনা দিন দিন বেড়ে চলছে। এসব ঘটনার সঙ্গে আওয়ামী ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা জড়িত। অভিলম্বে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত না করলে আন্দোলন আরও কঠোর হবে। একই সাথে বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগের দাবি করেন।
Leave a Reply