গাইবান্ধা জেলা ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন কর্মসূচি ।
Reporter Name
-
Update Time :
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
-
২০০
Time View
মুগ্ধ খন্দকার নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ, গাইবান্ধা জেলা শাখার গত ০৮/১০/২০২০ ইং সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। এসময় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন সাংবাদিকদের জানান, নারীর প্রতি সমাজের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করতে হবে। আজকের একটা ইভটিজার আগামী দিনে একটা ধর্ষকে পরিনত হয়। তাই এই ইভটিজারকে বিন্দুমাত্র ছাড় দেয়া উচিত নয়। এজন্য যেমন নারীদের প্রতিবাদী হওয়া দরকার পাশাপাশি সমাজের প্রত্যেকের সচেতনতা ও নারীর প্রতি দায়িত্বশীলতা অতীব জরুরী।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
More News Of This Category
Leave a Reply