মোঃ আল আমিন হোসেন ষ্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগররীর কোতোয়ালী থানার নিউমার্কেটের (বিপণি বিতান) একটি বন্ধ দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বি ব্লকের ৯ তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিউমার্কেটের বি ব্লকের ৯ তলায় একটি বন্ধ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধূপ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Leave a Reply