জালাল উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি:সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতের আঘাতে শিল্পী জনি দে নিহত হয়েছে। ৮ অক্টোবর সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জনি ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার তপন দে’র পুত্র। সে ঈদগাহ কলেজের শিক্ষার্থী। পেশায় জনপ্রিয় কন্ঠশিল্পী।
জানা যায়, আগের রাতে একটি অনুষ্টানে গান পরিবেশন করে সকালে বাড়ী ফিরছিলেন জনি দে। পথিমধ্যে ঈদগাঁও- ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সিএনজিবাহী যাত্রীরা ডাকাতির শিকার হন। এসময় ডাকাতের আঘাতে কণ্ঠশিল্পী জনি নিহত হয়েছে। অন্য যাত্রীও আঘাত হয়।
ঘটনার পরে নিহত জনিকে ঈদগাঁও বাজারের দক্ষিন পাশ্বর্স্থ মেডিকেল সেন্টারে নিয়ে আসে লোকজন। সেখানে নিহত যুবককে দেখতে আত্বীয় স্বজনসহ উৎসুক জনতা ভীড় করে।
তদন্ত কেন্দ্রের এসআই শামীম নিহতের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে বলে জানায়।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আবদুল হালিম ডাকাতের আঘাতে নিহতের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply