নিজস্ব প্রতিবেদকঃ আজ শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠন একজোট হয়ে ধর্ষকদের ফাঁসি চেয়ে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন এর মূল আয়োজক ছিল ফেইসবুক ইভেন্টের মডারেটর রাই। “ধর্ষকের বিরুদ্ধে শ্রীমঙ্গল ” নোয়াখালীর বেগমগঞ্জে নারীর উপর বর্বরোচিত পাশবিক নির্যাতন সহ সারা দেশে ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষনের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে আজ মানববন্ধন করে শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠন।এই মানববন্ধন এর মূল আয়োজক ছিলো ফেইসবুক ইভেন্টের মডারেটর রাই।উক্ত মানববন্ধন এর মূল বিষয় ছল”ধর্ষকের বিরুদ্ধে শ্রীমঙ্গল “।এই মানববন্ধন একটি ফেইসবুক ইভেন্ট “Don’t Beg, Raise Voice Against Rap” থেকে শুরু হয়। এই ইভেন্টের হোস্ট ছিলেন অধ্যায় সংগঠন এর ভূপেন চন্দ্র সেন, অন্যুন চৌধুরী সৌম্য, রাহিন চৌধুরী এবং শ্রীমঙ্গল এর অপরাজিতা দেব, চন্দ্র শেখর, আকাশ রায়, রাজন দাশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন প্রণয়ন এবং সঠিক তদন্তের মাধ্যমে তড়িৎ বিচার কার্য সম্পাদনের জোর দাবীতে “ধর্ষণের বিরুদ্ধে শ্রীমঙ্গল” শীর্ষকে শ্রীমঙ্গলের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সচেতন নাগরিক দের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচির শেষে গনসাক্ষর সংযুক্তি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরা উক্ত দাবির সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য একটি দরখাস্ত দেওয়া হয়৷
আয়োজক দের পক্ষ থেকে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের আহবান জানানো হয়, আন্দোলন কে কেন্দ্র করে কোন দল, সমাজ বা গোষ্ঠী জেন রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আন্দোলনের উদ্দেশ্য ব্যহত না করে৷
Leave a Reply