হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ আটককৃতরা হলো জীবননগর পৌরশহরের পুরাতন তেঁতুলিয়া গ্রামের উলফাৎ হোসেনের ছেলে মিয়াজান (২৫) এবং একই (বাড়ভাঙ্গা) গ্রামের আ.সামাদের ছেলে আনোয়ার হোসেন (২০)।
পুলিশ সূত্র জানা গেলে, চুয়াডাঙ্গা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম মহোদয় এর নির্দেশ মোতাবেক জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম এর নেতৃত্বে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওসমান গণি, এএসআই কামরুজ্জামান, এএসআই মিজানুর রহমান এবং এএসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর পৌরশহরের পুরাতন তেঁতুলিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। নেশাজাতীয় মাদকদ্রব্য ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছেন জীবননগর থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েয়ে বলে জানান পুলিশ।
Leave a Reply