নীতি সরকার, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,সারাদেশে নারীর শ্লীলতাহানী,নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন গোপলগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিনিয়ত ঘটে যাওয়া জঘন্যতম ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্ষকের কঠোর বিচার চেয়েছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।এসময়ে তারা এভাবেই যদি ধর্ষিত হলাম,কোথায় আমার স্বাধীনতা, ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড চাই,আমি কবে ধর্ষতি হচ্ছি,জবাব দাও,Stop Rape,ইত্যাদি স্লোগান লিখে প্ল্যাকার্ড প্রকাশ করেন। বিক্ষোভে যোগ দেওয়া লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী সজীব আহমেদ বলেন,দেশটা আজ হিংস্র প্রাণী দিয়ে ভরে গেছে। কোথায় আমার মা- বোনের নিরাপত্তা। ধর্ষিতাকে ভাইরাল না করে ধর্ষককে ভাইরাল করা হক।আর সকল আলোচিত-অনালোচিত সব ঘটনার দ্রুত সুষ্ঠু বিচার দাবি করছি।
উপস্থিত শিক্ষার্থীরা বলেন,আমরা এই জঘন্যতম ধর্ষণ,নারী -নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই।দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ধর্ষিতাকে সরকারিভাবে চিকিৎসা সহ সার্বিক সহযোগিতার ব্যবস্থা করুন। সম্প্রতি ছাত্র অধিকার পরিষদের এক নেতার বিরুদ্ধে ছাড়াও সারাদেশ ব্যাপী বেশ কিছু ধর্ষণের অভিযোগ আলোচিত -সমালোচিত হচ্ছে। প্রতিদিনই শিশু, বৃদ্ধা সহ নারী ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এতে সমালোচনার ঝড় ওঠে এবং সারাদেশে ধর্ষণবিরোধী বিক্ষোভ শুরু হয়।
Leave a Reply