
পেকুয়া প্রতিনিধি, কক্সবাজারের পেকুয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিবসটিকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা। পেকুয়া উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম মৌলভী রিদুয়ানের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী পরিচালনায় ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া থানা প্রতিনিধি হিসেবে এসআই আশরাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামাল পাশা, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কাদের, পেকুয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, সদর ইউপি সচিব মোঃ মহসিন ও তথ্য উদ্যোক্তা মোঃ ইব্রাহিম প্রমূখ। বক্তারা বলেন, কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে দীর্ঘ আড়াই বছর ধরে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। দেশের নাগরিক হিসেবে জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্ব বহন করে। জেলার ইউনিয়ন পরিষদ এর কার্যক্রম বন্ধ হওয়া জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ নিয়ে চরম দূর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। অভিলম্বে এ কার্যক্রম চালু করার জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে জোর দাবী তুলে ধরেন।
Leave a Reply