
নুসরাত জাহান আনিকা মাদারীপুর প্রতিনিধিঃ টানা বৃষ্টির কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলা অংশের অধিকাংশ স্থানে বড় বড় গর্ত হয়ে গেছে। অতিদ্রুত নির্মানের প্রয়োজন থাকলেও পাথরগুড়ি দিয়ে ভরাট করছে সড়ক বিভাগ। এতে কিছুটা সস্তি মিললেও প্রতি মুহুর্তে ঝুঁকি নিয়েই চলাচল করছে দুরপাল্লার যানবাহনগুলো।
সরজমিনে দেখা যায়, উপজেলার টেকেরহাট থেকে শানেরপাড় ৬ কি.মি সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও টেক হয়ে আছে। এছাড়া মস্তাপুর থেকে মাদারীপুরও শরীয়তপুর মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তহয়ে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত কিছুদিন আগেও মাদারীপুর খাকদি বাস স্ট্যান্ড সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। এসব জোড়াতালি দেয়া সড়কের মেরামত বৃষ্টির পানিতে আবার নষ্ট হয়ে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। স্থানীয় সূত্রে জানা যায় এসব বড় বড় গর্ত গুলোকে কারণে মোটরসাইকেল রিক্সা ব্যাটারি চালিত অটো নিয়ন্ত্রণ হারায় তাই দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। রিক্সা মোটর সাইকেল চালক সহ সবার দাবি অতি দ্রুত টেকসই রাস্তা সংস্কার করে সমস্যা সমাধান করার দাবি জানান
মাদারীপুর সড়ক বিভাগের গাড়ি দিয়ে ভাঙ্গা স্থানগুলোতে ভরাট ও টেকগুলো খুড়ে সমান করছে। একইভাবে মেরামত করা হচ্ছে অতি দূর্ঘটনাপ্রবণ এলাকা রাজৈরের কালিবাড়ি স্থান।
ভাঙ্গা উপ-সড়ক ও জনপথ বিভাগের সড়ক পরিদর্শক মোঃ সাহেবালি বলেন, গাড়ি চলাচলের সুবিধার্থে সারা বছরই মেরামত করে। জায়গা নির্ধারন শেষ হলে দ্রুত ফোর লেনের কাজ শুরু হবে
Leave a Reply