চাঁদপুর প্রতিনিধিমো কাঞ্চন লস্করঃ আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা চাঁদপুর নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কৃতিসন্তান, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজর ছাত্রলীগের সাবেক, সহ-সভাপতি,পৌর যুবলীগের সাবেক দুই দুই বারের সফল সভাপতি ,বর্তমান ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য, সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুর গাফ্ফার সজিব।
তিনি বলেন, বঙ্গবন্ধু আদর্শকে বুকে লালন করে আমি এবং আমার পরিবার দীর্ঘদিন যাবৎ ফরিদগঞ্জে আওয়ামীলীগের রাজনিতি করে আসছি , দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা, তিনি যদি আমাকে ফরিদগঞ্জ পৌর সভার মেয়র পদে দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে, ফরিদগঞ্জ পৌরবাসীকে একটি ডিজিটাল পৌরসভা উপহার দেবো, সেই সাথে পৌর বাসীর নাগরিক অধিকার মানুষের মাঝে পৌছে দিয়ে যাবো ইনশাআল্লাহ্। আল্লাহ যদি আমার উপড়ে সহায় হোন তাহলে, পৌর বাসীর নাগরিক নিরাপত্ত,জানজট মুক্ত, সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত , মাদক মুক্ত, ইভটিজিং মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন আলোকিত ও পরিকল্পিত শহর হিসেবে রুপান্তরিত করবো। পৌরসভা কে আধুনিক মডেল হিসেবে রুপান্তরিত করবো। অবহেলিত মানুষের অধিকার ও পৌর বাসীর ইজ্জত সম্মান সুরক্ষিত রাখতে এবং গরীব অসহায় মানুষের পক্ষে ন্যায় বিচার পতিষ্ঠার লক্ষ্যে । আমি কাজ করে যাবো।
Leave a Reply