চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ কয়লাবাড়ি গ্রামের জনপথ বেহাল অবস্থায় রয়েছে। পুরো বর্ষা মৌসুমে এলাকাবাসির ভোগান্তির শেষ নেয়। এলাকাবাসির জমির ফসল, পুকুরের মাছ, গাছের আমসহ বিভিন্ন কৃষি পণ্য ঘরে আনতে না পেরে অনেক ভোগান্তিতে রয়েছেন তারা। প্রায় দির্ঘ পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা থাকায় কোন ডেলিভারী রোগী বা রোগাক্রান্ত মানুষকে হাসপাতালে বা চিকিৎসালয়ে সময়মতো নিতে না পারায় সীমাহীন কষ্টে পড়তে হয় গ্রামবাসিকে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, এলাকাবাসির প্রাণের দাবিতে পরিণত হয়েছে সোনামসজিদ কয়লাবাড়ি হয়ে বাগবাড়ির রাস্তাটি দ্রুত পাকা করণের। এটি কৃষি ভান্ডার এলাকা। ধান, গম, ভূট্টা, সরিষাসহ সব ধরণের ফসল, পুকুরের মাছ, গাছের আম ঠিকমতো সংগ্রহ করতে নানা সমস্যায় পড়তে হয়। এসব কাজে তাদের ভোগান্তির শেষ থাকেনা। রিক্সা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল তো দুরের কথা গরু-মহিষের গাড়ি ঠিকমতো চলতে পারেনা । তাছাড়া এই রাস্তায় একটি ইট ভাটার ট্রাক্টর, পাওয়ার চলার ফলে রাস্তা খাল খন্দরে পরিণত হয়ে চলার অনুপযোগি হয়ে পড়েছে। সীমাহীন কষ্টে গ্রামবাসির রাস্তা চলাচল করতে হয়। তাই গ্রামবাসির গুরুত্বপূর্ণ দাবিতে পরিণত হয়েছে, কয়লাবাড়ি থেকে বাগবাড়ি পর্য্ন্ত রাস্তাটি পাকা করে এলাকাবাসিকে চরম দূর্ভোগের হাত থেকে মুক্ত করতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন।
Leave a Reply