monetag
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রানীশংকৈলে পুলিশের এক বিশেষ অভিযানে গ্রেফতার করে ছেড়ে দেওয়ার অভিযোগ “টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাহিদ ইসলাম” “ফ্রান্সের দলে জায়গা পাননি এমবাপে” ইন্দোনেশিয়ায় সৌদি ও অন্যান্য আরব পর্যটকরা অস্থায়ী বিয়ে করে আনন্দ-ফুর্তি করছেন ‘অহংকারই পতনের কারণ’, ক্যারিয়ারের কোন সিদ্ধান্তের কথা জানালেন প্রিয়াঙ্কা বসুন্ধরা থেকে সাবেক খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে আবু সাঈদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি সাবেক কমিশনার সহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সমন্বয়ক হাসনাত রাষ্ট্রপতির অপসারণের দাবি জানিয়েছেন জেল খেটে এখনো বহাল তবিয়তে সহকারী শিক্ষক শামসুল হক !! নেই বিভাগীয় ব্যবস্থা  “আওয়ামী লীগের ষড়যন্ত্র সফল হবে না” – নাজমুল হাসান

কোম্পানীগঞ্জে সোলার প্যানেল বিতরণ।

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১৭০ Time View
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বিদ্যুৎবিহীন গৃহে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সচিব নাসির উদ্দিনের পরিচালনায় এলজিএসপি-৩ ২০১৯-২০ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ১৬টি পরিবারকে সৌর বিদ্যুৎ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।
প্রধান অতিথির বক্তব্যে সুমন আচার্য বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় প্রতিটি ঘরে আলো জ্বালিয়ে দিতে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। স্কুল-কলেজ নির্মাণসহ ব্যাপক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়া ন্যুনতম মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
সভাপতির বক্তব্যে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিদ্যুৎবিহীন গৃহে সোলার প্যানেল বিতরণ করার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা নাইম আহমদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুজিবুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ জাবের, ইউপি সদস্য কামরুজ্জামান, শেখ ফরিদ, বিল্লাল মিয়া, মিসা মিয়া, সুন্দর আলী, আলী হোসেন, রহিমা বেগম প্রমুখ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense monetage