কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বিদ্যুৎবিহীন গৃহে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সচিব নাসির উদ্দিনের পরিচালনায় এলজিএসপি-৩ ২০১৯-২০ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ১৬টি পরিবারকে সৌর বিদ্যুৎ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।
প্রধান অতিথির বক্তব্যে সুমন আচার্য বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় প্রতিটি ঘরে আলো জ্বালিয়ে দিতে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। স্কুল-কলেজ নির্মাণসহ ব্যাপক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়া ন্যুনতম মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
সভাপতির বক্তব্যে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিদ্যুৎবিহীন গৃহে সোলার প্যানেল বিতরণ করার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা নাইম আহমদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুজিবুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ জাবের, ইউপি সদস্য কামরুজ্জামান, শেখ ফরিদ, বিল্লাল মিয়া, মিসা মিয়া, সুন্দর আলী, আলী হোসেন, রহিমা বেগম প্রমুখ।
Leave a Reply