তুমি কি শারদ জ্যোছনাস্নাত রাতে শিশিরের গায়ে ঝিকিমিকি জ্বলা দেখে বিমোহিত হয়ে আমার কথা ভেবে আকুল হও?
নাকি আমার কথা তোমার মনে দাগ কাটে না বলে আমার কথা তোমার হৃদয়ের উঠোনে নিথর হয়ে পরে রয়?
তুমি কি শিশিরভেজা শিউলি
কুড়োতে গিয়ে শিউলির গায়ে শিশিরের স্পর্শে শিহরিত হয়ে
আমার প্রথম স্পর্শের স্মৃতিতে
হারাও?
নাকি স্মৃতিগুলো সব বিসর্জন দিয়ে দিয়েছো ঠিক আমারই মতো যেমন দূরে ঠেলে দিয়েছিলে একদিন হঠাৎ করেই।
তোমার কি মনে পড়ে বৃষ্টি দিনে এক ছাতার নিচে হাতে ধরে গা ঘেঁষাঘেষি করে হাটার সেই দিনের কথা নাকি সেই সোনালী স্মৃতি আজ অতিতে হারিয়েছো?
তোমার জানালার ফাঁক গলে উঁকি দেয়া জ্যোছনা কিরন কি মনে করিয়ে দেয় তোমার হৃদয়ে
আমার ভালোবাসার উঁকি দেয়া।
নাকি তোমার মনের উঠোনে অন্য কারোর উঁকি দেয়ার স্মৃতি ভুলিয়ে দিয়েছে আমার স্মৃতি গুলোকে?
তুমি কি নীল শাড়ী আর লাল টিপ এবং কাঁচের চুড়ি পড়ে আমার হাতে হাত রেখে সবুজ ঘাসে হেঁটে বেড়ানো সে দিনগুলোর কথা ভেবে চোঁখে ছলছল জল টলোমলো অস্তিত্ব অনুভব করো নাকি সেগুলো আর তোমার হৃদয় নাড়া দেয় না বা চোখের কোনে অশ্রু নদী বয় না?
তোমার কি পুজোর নীল চুড়ি আর টিপের বায়না ধরার কিংবা একসাথে পুজোয় ঘুরে বেড়ানোর কথা মনে জমাট বাঁধে না?
নাকি সে গুলো পূর্ণ হবার আশা তোমার হয় না এখন?
ফুচকা খাওয়ানোর সময় দিতে পারি নি বলে সে কি তোমার অভিমান কেঁদে কেঁদে দুচোখ লাল করে ফেলেছিলে? দু দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যে দিন তোমায় ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিলাম ঝালের চোটে পুরো শরির লাল হয়েছিলো তোমার। আর আমার কাছে ঘেঁষে বসে মিষ্টি খাবার বায়না করে বসলে।সেগুলো কি তোমার মনে পরে?
নাকি এখন আর ফুচকা খাবারে তোমার অনিহা আমার প্রতি অনিহার মতো।
অথচ আমি বয়ে নিয়ে চলেছি স্মৃতি তোমার প্রতিটি স্বপ্ন আশার পূর্ণতা দানে নিরন্তর। আর তুমি একা করে ভাসিয়ে দিয়ে গেছো আমায় দুঃখ নামের অথৈ নির্জনতার জলে। আমার দীর্ঘশ্বাস হয়েছে ভারি গুমোট দুচোখের কোনে জমেছে অশ্রু সাগর। সে তুমি বুঝলে না জানলে না। জানবেও না কখনো হয়তো?
কলমেঃ তাপস সরকার
সৃজনঃ ২৯/০৯/২০২০
ছবিঃ সংগৃহীত
Leave a Reply