নীতি সরকার, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণকাজ এবছরেই শুরু করার কথা থাকলেও এখনই শুরু হচ্ছে না এর নির্মান কাজ ৷
এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ কিউ. এম মাহবুব জানান, বঙ্গবন্ধু ম্যুরালের কাজ শুরু করার কথা থাকলেও এখনই কাজ শুরু করা সম্ভব হচ্ছে না ৷ এব্যাপারে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে ৷মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলেই নির্মান কাজ শুরু করা হবে ৷
এছাড়াও তিনি জানান, এখন বঙ্গবন্ধু ম্যুরাল নির্মান করা সম্ভব না হলেও মুজিববর্ষের লোগো সিরামিক মারবেল ব্যবহার করে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে স্থাপন করা হবে ৷ এব্যাপারে তিনি ঢাকার কয়েকজন আর্কিটেকচারের সাথে যোগাযোগ করবেন বলে জানান ৷ খুব শীঘ্রই এর নির্মান কাজ শুরু করা হবে ৷
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও ওয়ার্কস দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে অনুমোদনপ্রাপ্ত বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পে বঙ্গবন্ধুর ম্যুরালের জন্য বরাদ্দ ছিল ২ কোটি ৫০ লাখ টাকা। ২৪০ বর্গমিটার জায়গায় ২০১৭ সালের জুনের মধ্যে ম্যুরালটির নির্মাণ কাজ সম্পন্ন করার কথা থাকলেও ম্যুরালটি নির্মাণের কাজ তখন শুরু করাই হয়নি৷ এরপর দফায় দফায় বশেমুরবিপ্রবি অধিকতর উন্নয়ন প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয় এবং ২০১৮ সালে প্রকল্পটির বাজেট রিভাইজড করা হয়। রিভাইজড বাজেটে ২৪০ বর্গমিটার স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল কমপ্লেক্স নির্মাণের জন্য ১৫ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এরপর প্রায় ২ বছর পার হলেও এখন পর্যন্ত বঙ্গবন্ধু ম্যুরাল কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করা হয়নি।
Leave a Reply