সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সবজির দামে স্বস্তি, চড়া ডিম মুরগির বাজার বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল, জানালেন সাবেক সেনাপ্রধান মইন জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা ৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে রংপুরে শহীদি মার্চ পালন ডিএমপির ১১ উপপুলিশ কমিশনারকে বদলি সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস যে কারণে আরএকে সিরামিকের ত্রাণের ১০ লাখ টাকা ফিরিয়ে দিল বিএনপি

শেখ হা‌সিনা দে‌শে না ফির‌লে অন্ধকার গহ্ব‌রে ত‌লিয়ে যেত জা‌তি: রেজাউল ক‌রিম চৌধুরী।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২০৫ Time View
মো:আল আমিন হোসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ মোহরা বঙ্গবন্ধু প‌রিষ‌দ আ‌য়ো‌জিত আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচ‌নে আওয়ামী লীগ ম‌নোনীত নৌকা প্র‌তি‌কের মেয়র প্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা, লেখক ও গ‌বেষক আলহাজ্ব মো. রেজাউল ক‌রিম চৌধুরী ব‌লেন, শেখ হা‌সিনা দে‌শে না ফির‌লে অন্ধকার গহ্ব‌রে ত‌লিয়ে যেত জা‌তি।৭৫ এ জা‌তির জনক হত্যাকা‌ন্ডের মাধ্য‌মে গহীন আঁধা‌রে গুম‌রে কেঁ‌দে মরা বাংলার মানুষ ম‌নের গোচ‌রে কিংবা অ‌গোচ‌রে তাঁকেই খুঁ‌জে‌ছে। যি‌নি শত বাঁধা ও আঘাত বু‌কে নি‌য়ে খুনী স্বৈরাচা‌রের দুঃশাসন থে‌কে দেশ‌কে রক্ষা কর‌তে, দে‌শের মানু‌ষের ভোট ও ভা‌তের অ‌ধিকার প্র‌তিষ্ঠা তথা ভা‌গ্যের প‌রিবর্তন ঘটা‌তে অ‌বিচল হ‌বেন। যি‌নি দে‌শের মানু‌ষের সু‌খে হাঁস‌বেন, মানু‌ষের দুঃ‌খে কাঁদ‌বেন ও পরম মমতায় আঘাত ঘু‌চি‌য়ে দে‌বেন। যি‌নি জঙ্গী, সন্ত্রাসী ও দুর্নী‌তিবাজ‌দের উৎখাত কর‌তে রুদ্র রো‌ষে গ‌র্জে উঠ‌বেন। যি‌নি বিশ্ব দরবা‌রে দেশ‌কে তু‌লে ধর‌বেন মর্যাদার আস‌নে। দেশ‌কে নি‌য়ে যা‌বেন উন্নয়‌নের চরম শিখ‌রে। আজ তি‌নি জনগ‌ণের সমস্ত আকাঙ্খা পূরণ ক‌রে এ‌গি‌য়ে চ‌লে‌ছেন অদম্য গ‌তি নি‌য়ে।
আঁততায়ীর বু‌লেট, বোমা ২১ বার তাঁর প্রাণ হর‌ণের জন্য এ‌কেবা‌রে গা‌য়ের উপর এ‌সেও ব্যর্থ হয়ে‌ছে। এ শুধু জগ‌তের প্র‌তিপালক মহান সৃ‌ষ্টিকর্তা ও মানু‌ষের ভালবাসা তাঁর সা‌থে আ‌ছে ব‌লেই। নাহ‌লে, ৭৫ এ প‌রিবা‌রের সা‌থে য‌দি আমরা এ মহান নেত্রী‌কে হারাতাম তবে এ‌দেশ কোন অরাজকতায় ডু‌বে যেত তা আমরা সা‌র্বিয়া, হা‌র্জিয়া গো‌বি‌নিয়া, আফগা‌নিস্তান‌কে দে‌খে অনুমান কর‌তে পা‌রি। আর ভাব‌তে গি‌য়ে শিহ‌রি উ‌ঠি। আজ তি‌নি আ‌ছেন, দেশ প‌রিচালনার ভার তাঁর হা‌তে। তাই, পরম করুণাময় আল্লাহত আয়ালার দরবা‌রে শুক‌রিয়া জানাই এবং তাঁর সুস্বাস্থ্যময় দীর্ঘ জীবন কামনা ক‌রি।
৫নং মোহরা ওয়ার্ড কাউ‌ন্সিল মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক হাজী আবু তাহের,মোহরা ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃনাজিম উদ্দিন চৌধুরী,মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক মোঃ জসিম উদ্দিন,আহবায়ক কমিটির সদস্য মোঃসলোইমান চৌধুরী,ফয়সাল চৌধুরী,আবুল কালাম,মেজবাহ উদ্দিন লিটন,ইলিয়াচ ইলু,শামসুল আলম,ওমর খৈয়াম তৈয়ব,সিরাজুল ইসলাম,আবুল হাসেম,শফিকুর রহমান সৌরভ,আবদুল হান্নান সুমন,ফারজানা আক্তার,বিপ্লব দে লালু,মোঃ জাহেদ,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা-রফিক এলাহী,আইয়ুব আলী দুলাল,নুর হোসেন,মোঃ নাছির উদ্দীন,হারুন তালুকদার,আমিনুল ইসলাম,এস এম মন্জু,নঈম খান,মোজাম্মেল হোসেন,সন্তোষ দাশ,ওয়ার্ড মহিলালীগ নেত্রী দিলুয়ারা বেগম,ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন,সহ-সভাপতি মোঃ জাহেদ,মহানগর সাস্কৃতিক জোটের অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন,নগর সেচ্ছাসেবকলীগ নেতা-নুরুজ্জামান রিপন,আশরাফুল আলম শিবলু,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক মোঃ ইলিয়াচ উদ্দিন, সমাজসেবক মোঃ ইব্রাহীম হোসেন, ওয়ার্ড যুবলীগ নেতা-মোঃ মোরশেদ,জাহাঙ্গীর হোসেন,ওয়াহিদুজ্জামান রাজিব,মোঃ রাসেল,মোঃ মহিউদ্দিন,রাজিব মহাজন,মোঃ শফি,মাসুদ রানা,ইয়াছিন,পারভেজ,ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ নেতা আমীর হোসেন খোকন,মোঃ মনির,বঙ্গবন্ধু সাংস্কৃতিক স্কোয়াড চট্টগ্রাম মহানগরের সভাপতি রাখাল শর্মা,সাধারণ সম্পাদক মিহির দেওয়ানজি,সহ-সভাপতি মোঃ ইমরান,সহ-সভাপতি সৃজন পাল,অর্থ সম্পাদক সুকুমার দে,শ্রমিকলীগ নেতা-মোঃ শাজাহান,মোঃ আলাউদ্দিন,মোঃমহিউদ্দিন, চান্দঁগাও থানা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান উদ্দিন সায়েম,ওমর গনি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা-হায়দার আলী সাদ্দাম,সোহেল তালুকদার,মোঃ জিয়া,থানা ছাত্রলীগ নেতা রেজাউল রিজু,অনুপ আচার্য্য,মোঃ তারেক,১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এ কে বিদুৎ,ওয়ার্ড ছাত্রলীগ নেতা-মোঃ সোহাগ,মোঃ নোমান,শিপন পাল,মোঃ নয়ন,জয় দাশ,সাইফুল ইসলাম,মোঃ মহিউদ্দিন,মোঃ সিহাব,আরিফ,একরামুল,সাগর,নাহিয়ান,সজিব,ইমরান,ইশান প্রমূখ ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক নুরুল আব্বাস,সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব-এস এম হাবিব।
শেখ হা‌সিনার নি‌রোগ দীর্ঘায়ু কামনা ক‌রে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালুরঘাট তৈয়বীয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোরশেদুল আলম কাদেরী।
সর্বশেষে তৈয়বীয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category