মোঃ আল আমিন হোসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আওতাধীন নগরের ১২৯টি ইউনিটের কর্মী সভা শুরু হয়েছে। আজ ১ অক্টোবর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের এ,বি,সি ইউনিটের কর্মী সভা দিয়ে ধারাবাহিক ভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। নগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড জুড়ে মহানগর আওয়ামী লীগের পরিচালনায় এই কার্যক্রম চলবে। কর্মী সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন,যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শফিক আদনান,চৌধুরী হাসান মাহমুদ হাসনী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম,প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন,সদস্য বেলাল আহমেদ,জাফর আলমসহ ইউনিট আওয়ামীলীগ ও সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় সংগঠনের সাধারণ সম্পাদকের বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে দল ক্ষমতায় আছে।সংগঠনের মূল ভিত দলের তৃণমূল পর্যায়। আওয়ামী লীগের তৃণমূল পর্যায় নিয়ে সঠিক পর্যালোচনা ও পর্যবেক্ষণ করার এখন সময়ের দাবি। তাই দলকে শক্তিশালী করতে হলে ইউনিট কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যে মহানগর আওয়ামী লীগ প্রত্যেক ওয়ার্ডের ইউনিট কমিটিগুলোর বাস্তব চিত্র পর্যবেক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রত্যেক ইউনিটকে নিয়ে কর্মী সভা করা হবে।পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পেলে ইউনিট কমিটির সম্মেলন করা হবে।
Leave a Reply