নিজস্ব প্রতিবেদকঃ বরগুনা সদর উপজেলাধীন বালিয়াতলী গ্রামের শারমিন নামে এক গহবধূ নিঁখোজ।নিঁখোজ নারীর নাম শারমিন এবং তার স্বামীর নাম সোহাগ।নিঁখোজ নারীর বয়স ২১ বছর।সে তার চার বছরের বাচ্চা রেখে চলে গেছে বলে জানা যায়,স্বামীর পরিবারের মুখে।তার স্বামীর বাড়িতে বলেছে যে, বরগুনার ঢলুয়া থেকে ঢাকা কিন্তু যেখানে যাবে বলে বেরিয়েছে,সেখানে খোঁজ নিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।এদিকে তার স্বামী তাকে অনেক খুঁজতেছে এবং তার স্বামী পাগলের মত হয়ে গেছে বধূকে খুঁজে না পাওয়ায়।যদি কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন নিম্নে দেয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ করাব হইল,০১৭১৮২০৩৯৮১
Leave a Reply