নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আমিন হাওলাদার-(৩২) নামে এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিন হাওলাদার পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের চাঁনমিয়া হাওলাদারের মেঝো ছেলে। তিনি উপজেলা সদরের ডাংক বাংলা মোড়ে চা বিক্রি করতেন।
নিহতের স্ত্রী সোমা বেগম জানান, স্বামী আমিন হাওলাদার চা বিক্রি শেষে রাতের খাবার খেয়ে একটি টেঁটা নিয়ে বাড়ির পাশে পানি জমে থাকা একটি জমিতে মাছ শিকার করতে যান। এসময় পানির মধ্যে থাকা একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। এতে করে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আমিন হাওলাদারকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, ব্যবসায়ী আমিনের সাপে কামড়ে মৃত্যু হয়েছে।
Leave a Reply