রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

মাদারীপুর জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে প্রেসব্রিফিং

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৩ Time View
নুসরাত জাহান আনিকা, মাদারীপুরঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় হলরুমে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেসব্রিফিং জানানো হয়, আগামী ৪-১৭ অক্টোবর পর্যন্ত ৫ বছরের নিচে সকল শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ১ হাজার ৫০৪টি কেন্দ্র এবং ১১টি মোবাইল টিমের মাধ্যমে ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কর্মসূচি বাস্তবায়ন করতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ৩ হাজার ৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। প্রেসব্রিফিং-এ সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, ডা. খালেকুজ্জামান হিমু প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense