নুসরাত জাহান আনিকা, মাদারীপুরঃ জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির উদ্যোগে মুজিববর্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষ্যে আজ বিকেলে আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরের মধুমতি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ (এমপি)।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে প্রতিবন্ধী ও অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের মাঝে সহায়ক সামগ্রী হিসেবে হুইল চেয়ার, সাদাছড়ি এবং খাবার বিতরণ করা হয়।
জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আক্তার এর সঞ্চালনায় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জয়নুল বারী’র সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মোঃ সাইদুল হক প্রমুখ।
Leave a Reply