মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ১৭৬ Time View

 স্টাফ রিপোর্টার 

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননায় এবং এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ঘোষণা মোতাবেক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। রবিবার ৬ ই ডিসেম্বর বিকাল ৫ টার সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের ডাকবাংলো হয়তে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে জেলা শহরের চৌরাস্তার মোড় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উলস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জানিফ। এসময় তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও তা ভাঙ্গার পিছনে যে বা যারা রয়েছে তারা ধর্ম নিয়ে ব্যাবসায় মেতেছে। একটি অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে এর পিছনে একটি অপশক্তি কাজ করছে। আমরা সেসকল জামাত-শিবিরের এজেন্ডাদের সরাসরি বলে দিচ্ছি আমরা চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ আপনাদের মোকাবেলা করতে রাজপথে সদা প্রস্তুত ও সোচ্চার আছি। কঠোর হস্তে দমনের জন্য আমরা যেকোন পদক্ষেপ নিতে প্রস্তুত। সুতরাং,হুশিয়ার,সাবধান ধর্মের দোহায় দিয়ে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে গেলেই এর কড়া জবাব আমরা দিতে বাধ্য থাকব সবসময়। এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ,চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক,চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জনি,ইমরান শেখ,শরীফ আহমেদ,মানিক,০৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন,চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা তানবীন আহমেদ সোহাগ,জাভেদ আকিব,মনিরুজ্জামান শুভ, রাকিবুল হাসান নিপ্পন,শেখ শাওন,নাহিদ,আরফিন সজীব,মোঃ রাকিব,মোঃসুমন,ইসতিয়াক সিথুন,গৌতম,জিহাদ,শিবলু,হাসান,সাইফুল,রাব্বি হাসান,রাজন, সালেকিম,সাকিব,স্বাধীন,রকিবুল,জাহিদ,সুরুজ,অঙ্কন,রাইসুল,নাজমুল,সোয়েব,ইমন,শাওন সহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense