monetag
নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে জেলা যুবলীগের উদ্যোগে জঙ্গি মৌলবাদী এবং ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাত ৮ ঘটিকায় কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে একটি সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা যুবলীগের সভাপতি বাশিরুল রহমান খান চৌধুরী এহিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব। বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সদস্য শরিফুল ইসলাম শরিফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী। বক্তারা জামাত-শিবিরসহ মৌলবাদীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন। তারা বলেন বেশি বাড়াবাড়ি করলে যুবলীগ তাদের সর্বত্র রুখে দিবে এবং দাঁতভাঙ্গা জবাব দেবে।
Leave a Reply