মো.সবুজ রানা টাংগাইল জেলা প্রতিনিধি
টাংগাইলে জমে উঠেছে পুরাতন কাপড়ের ফুটপাতের দোকান গুলো। কাপড়ের দোকান-দারেরা বলেন এখানে কম টাকার ভিতরে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায়। এসব পোশাক বাহিরের দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসা হয়।বন্দর থেকে আমরা সে পোশাক নিয়ে আসি তারপর সেগুলো বাছাই করে আলাদা আলাদা দামে বিক্রি করি। দামে কম হওয়াতে আমাদের এখানে কাস্টমার অনেক বেশি।কাস্টমারদের সাথে কথা বলে জানা যায় তারা বলেন আমরা অল্প টাকার ভিতরে ভালো মানের শীতের পোশাক পাচ্ছি। এ পোশাক গুলো বাসায় নিয়ে আমরা ওয়াশ করে পরিধান করি।তারা বলেন এখানে ১০ টাকা থেকে শুরু করে আরো বেশি দামি পোশাক পাওয়া যায়। পাশ থেকে আরেক কাস্টমার মৃদু হাসি দিয়ে বলেন দেইখা লন বাইচ্চা।দোকানদারেরা বলেন আমাদের জন্য ডিসি মহোদয় ভালো মানের জায়গা করে দিয়েছেন।
Leave a Reply