সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের মুকসুদপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কালকিনিতে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল সবজির দামে স্বস্তি, চড়া ডিম মুরগির বাজার বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল, জানালেন সাবেক সেনাপ্রধান মইন জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা ৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে রংপুরে শহীদি মার্চ পালন ডিএমপির ১১ উপপুলিশ কমিশনারকে বদলি

নাটোরে দিনব্যাপী ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ক ফ্রী সেমিনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৫৮ Time View

 মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধি

উত্তর অঞ্চলের সুনামধন্য আইটি প্রতিষ্ঠান নাটোর আইটি ইন্সটিটিউটরে আয়োজনে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে দিনব্যাপি ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইনের ওপরে ফ্রী সেমিনার ক্লাস অনুষ্ঠিত হয়। সেমিনার ক্লাসে দুইটি শিফটে প্রায় ৭৫ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। আজ শুক্রবার সকাল ৯:৪৫ মিনিটে রেজিস্ট্রেশন শেষে ১০ টা থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সের সেমিনার ক্লাসের স্পিকার হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নাটোর আইটি ইন্সটিটিউটটের মাস্টার ট্রেইনার রকিবুল ইসলাম রকি। জুম্মা নামাজ ও বিরতি শেষে দুপুর ২: ৪৫ মিনিট থেকে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাসের স্পিকার হিসেবে প্রেজেন্টেশন উপস্থাপনা করেন নাটোর আইটি ইন্সটিটিউটের উপদেষ্টা আবুল আসিফ মার্শাল। নাটোর আইটি ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর দিঘাপতিয়া এম.কে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এছাড়াও অন্যান্যদের উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ইনচার্জ ঈমাম মেহেদি, নাটোর আইটি ইন্সটিটিউটের প্রশিক্ষক শাকিলা ইয়াসমিন, সোহানি আফরোজ নিলিমা, নয়ন বিশ্বাস, অনামিক তাবাসুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করে নাটোর আইটি ইন্সটিটিউটটের প্রশিক্ষক শারমিন খাতুন মিষ্টি। সেমিনার ক্লাস বিষয়ে নাটোর আইটি ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুয়েল রানা জানান, আমরা চাই কেউ বেকার থাকবেন না, চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হবেন, ফ্রিল্যান্সার হয়ে স্বাবলম্বী হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ণে আমরা নাটোর জেলায় ২০১৬ সাল থেকে উদ্যোক্ত ও ফ্রিল্যান্সার তৈরি করে যাচ্ছি। বর্তমান সময়ে আত্নকর্মসংস্থান সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ। বর্তমান এই চ্যালেঞ্জ মোকাবেলায় অনেক বড় একটি ভুমিকা রাখছে ফ্রীল্যান্সিং বা মুক্ত পেশা। আজকাল সবকিছুই ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। প্রযুক্তিকে ব্যাবহার করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করাটা এখন অনেক সহজ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বেকারদের জন্য ফ্রীল্যান্সিং একটি বিশাল সম্ভাবনার দ্বার। প্রয়োজন শুধু এর জন্য দক্ষ কারিগর গড়ে তোলা। পাশের দেশগুলোর দিকে তাকালেই বোঝা যায় তারা এই বিষয়ে কতটা এগিয়ে। আমরা পিছিয়ে পড়ছি শুধুমাত্র আমাদের দক্ষতার অভাবে। নাটোর আইটি ইন্সটিটিউটের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যই হলো তরুণ-তরুণীদের কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের মাধ্যমে উদ্যোক্তা ও স্বালম্বী করা। এই বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি দিঘাপতিয়া এমকে অর্নাস কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক নাটোর আইটি ইন্সটিটিউটের এই উদ্যোগকে নিঃসন্দেহে একটি যুগোপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করেন। উল্লেখ্য – নাটোর আইটি ইন্সটিটিউট ২০১৬ সাল থেকে জেলা প্রশাসন ও ইয়াং বাংলা’র সহযোগিতায় নাটোর জেলা সহ উত্তর অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় তরুণ-তরুণীদের আত্নকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে ‘স্বল্প খরচে কম্পিউটার ও আউটসোর্সিং প্রশিক্ষণ প্রকল্প-২০২১’ আওতায় বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষন প্রদান করে থাকেন। ইতিমধ্যে প্রায় ৫৪০০ জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ ও ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছেন। এছাড়াও নাটোর আইটি ইন্সটিটিউট সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর ও আদিবাসী ছেলে-মেয়েদের স্বাবলম্বী করতে উই এ্যাবল প্রজেক্টের মাধ্যমে বিনামূল্যে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করেতে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ৬৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর ও আদিবাসী ছেলে-মেয়েদের প্রশিক্ষিত করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category