মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে ডলি আক্তার(২৫) নামে এক প্রবাসির স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবারে ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, পৌর এলাকার কাশিমপুর গ্রামের দুবাই প্রবাসী মোঃ মান্নান ওরফে মনুর স্ত্রী ডলি আক্তার অজ্ঞাত এক ব্যক্তির সাথে বিভিন্ন সময় মোবাইলে কথা বলে আসছিল। তার পরিবারের সদস্যরা বিষয়টি দেখে ডলিকে মোবাইলে কথা না বলার জন্য বারন করেন। এতে করে বৃহস্পতিবার রাতে ডলি আক্তার অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ডলি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন। নিহতের বাবা মীরজাহান বেপারী বলেন, আমার মেয়ে ডলি মোবাইলে কথা বললে আমরা তাকে বারন করি। এতে করে সে অভিমান করে আত্নহত্যা করেছে। সে কার সাথে কথা বলতো সেটা আমরা সঠিকভাবে বলতে পারবোনা। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক(এসআই) মোঃ কাঞ্চন মিয়া বলেন, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি।
Leave a Reply