নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে ট্রাকের ধাক্কায় আলাল ফকির (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল ফকির হয়বতপুর এলাকার মৃত মাসুম ফকিরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মসজিদে নামাজ শেষ করে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক আলাল ফকির কে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপরে পড়ে গেলে ট্রাকটি তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে আটটার দিকে তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রাক এবং এর চালককে আটক করতে পারেনি।
Leave a Reply