ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সদর উপজেলার লেবুতলা এলাকা থেকে ফেনসিডিলসহ বকুল হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুরে তাকে আটক করে। আটক বকুল হোসেন চুয়াডাঙ্গা উপজেলার আন্দলবাড়ীয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে মোটর সাইকেলযোগে ফেনসিডিল নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন বকুল হোসেন। গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার লেবুতলা এলাকায় এস আই আব্দুল আলিমের নেতৃত্বে সেখানে চেক পোষ্ট বসানো হয়। পরে বকুলের কাছে থাকা মোটর সাইকেল তল্লাশি করে ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply