নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের সিংড়া থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কয়াখাশ গ্রামের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুকুর থেকে অপরিপক্ব শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি মেয়ে শিশুর মরদেহ। শিশুটির চোখ, কান হয়নি পূর্ণতা পায়নি। কেউ হয়তো তাদের অপরাধ ধামাচাপা দিতে ভ্রুণটি গোপনে পুকুরে ফেলে দিয়েছে। ভুণ হত্যা মারাত্বক অপরাধ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
Leave a Reply