monetag
মোঃ বাবুল রানা ভোলা জেলার প্রতিনিধি
ভোলা সদর উপজেলার বেশ কিছু গ্রামে আমন ধান কাটার ধুম লেগেছে। আগাম জাতের ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। মাঠের সোনালী ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ফলনে কম হলেও গত বছরের তুলনায় এই বছরে দাম বেশি থাকায় খুশিতে মুগ্ধ কৃষকেরা। সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা তালুকদার চর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ধানের বাম্পার ফলন হয়েছে। অগ্রহায়ণ মাসে ধান কাটা শুরু হলেও আগাম জাতের বিভিন্ন ধান কার্তিকের মাঝামাঝি সময়ে কাটা শুরু হবে। সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের, সদুর চর গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, গত বছরের তুলনায় এই বছর উঁচু জমির ধান ভালো হয়েছে কিন্তু নিচু জমিনের ধান গত মাসের অতিবৃষ্টির কারণে নষ্ট হয়েগেছে। আশা করি এই বছর ধানের দাম বেশি আছে এতে আমরা লাভমান হতে পারবো। ভোলা সদর উপজেলার কৃষি অফিসার রিয়াজুল ইসলাম জানান, এ বছর সদর উপজেলার ২৫ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। আবহাওয়া দূর অবস্থা থাকায় এবং পোকামাকড়ের আক্রমণে ফলন নষ্ট হয়েছে। কিন্তু এই বছর কৃষকরা লাভমান হতে পারবে। গত বছরে তুলনায় এই বছর প্রতি মন ধানের দাম ৩৫০-৪০০ টাকা বেশি। তিনি আরো বলেন আগামি ২০ দিনের মধ্যে আমোন ধান কাটা সম্পুর্ন হবে।
Leave a Reply