মহি উদ্দিন আরিফ ধর্মপাশা উপজেলা প্রতিনিধি:
ধর্মপাশায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, প্রণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান আহমদ মজুমদার, রুহুল আমিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার প্রমুখ। এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান জানান, এ বছর সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।
Leave a Reply