এম ডি আরিফ:
আসন্ন চুয়াডাঙ্গা সদর পৌর নির্বাচনে কাউন্সিল পদে মাফিজুর রহমান (মাফি) ৪নাম্বার ওয়ার্ড থেকে কাউন্সিল পদে অংশ গ্রহণ করলেন। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আবায়হক কমিটির সদস্য ও এলাকার সচেতন মহলের মধ্যে মনি মাফি সকলের দোয়া নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ৪নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশ গ্রহণ করবে। মাফি বলেন আমি নির্বাচন করার ইচ্ছা না, থাকলেও এলাকার মানুষ আমারকে কাউন্সিল পদে ভোট করার জন্য সবাই চাপ দেন। কারণ এলাকার মানুষ তারা জাহাঙ্গীর আলম খোকন, মামা কে ভোট দিয়ে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছে। এবার খোকন মামা দলীয় প্রার্থী মেয়র পদে নির্বাচন করবে, সেই কারনে ৪নাম্বার ওয়ার্ডের সাধারণ মানুষ আমাকে ভোট করার জন্য সবাই বলেন। সেই জন্য প্রথমে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে ৪নাম্বার ওয়ার্ড থেকে কাউন্সিল পদে বিজয় অর্জন করে এলাকায় উন্নয়ন সহ গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে পারি। আমি আপনাদের সন্তান ও কারও ছোট্ট ভাই আমার যদি চলার পথে ভুল করতে পারি, সেই ভুল কে সবাই ক্ষমা চোখে দেখবেন এবং আপনাদের একটি ভোট আমাকে বিজয় নিয়ে আসতে পারে। এবং অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সুখ দুঃখের সাথী হতে পারি, তাই আবারও আপনাদের দোয়া আমার সাথে থাকলে আমি বিজয় অর্জন করতে পারবো, তাছাড়া আমার পক্ষে একা কিছু করা সম্ভব নয়।
Leave a Reply