হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা বড় বাজারে বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান। করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্বপূর্ণ করে তুলতে চুয়াডাঙ্গা বড় বাজারে নিউ মার্কেট, আলী হোসেন সুপার মার্কেট সহ বিভিন্ন দোকানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান। সোমবার ৩০ নভেম্বর বেলা ১২ টার সময় বিভিন্ন দোকানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণের সময় নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, বিশ্বব্যাপি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে। শীত মওসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশংকা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম শাহী সহ অন্যান্যরা।
Leave a Reply