মোঃ আমানুল্লাহ ফকির, বিশেষ প্রতিনিধি
“পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়ে মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) রাজৈর উপজেলা মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়। মেলায় অংশগ্রহণ করে টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজ, শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল,রাজৈর কেজেএস,রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়,খালিয়া রাজারাম,রাজৈর ডিগ্রি কলেজ,কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়, ছইফউদ্দীন কলেজ,আমগ্রাম উচ্চ বিদ্যালয় ও রাজৈর উপজেলার সকল মাদ্রাসা। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে এবং সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করা হয়। দিনব্যাপী কর্মসূচি শেষে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজ প্রজেক্ট উপস্থাপনে কলেজ পর্যায়ে প্রথম স্থান ও স্টল সাজানোতে দ্বিতীয় স্থান অধিকার করে। এছাড়া বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকার করে কাব্য মিত্র, টি.পি.হাইস্কুল এন্ড কলেজ। বিজয়ী টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজ এর কলেজ শাখায় অংশগ্রহণ করেন কাব্য মিত্র, রাকিবুল ইসলাম, মোরছালিন, মোঃ আমানুল্লাহ ফকির ও মাহিন। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভুমি), মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়। আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার, রিটার্নিং অফসার, উপজেলা শিক্ষা সুপারভাইজার সহ অনেকে।এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজৈর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
Leave a Reply