monetag
রণিকা বসু (মাধুরী) বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স আ্যসোসিয়েশনের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা শাখায় সকলের প্রিয় নজরুল ইসলামকে নির্বাচিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান৷তিনি যুবলীগের আহ্বায়ক চিতলমারী শাখা৷ সভাপতি চিতলমারী আলিয়া মাদ্রাসা।চিতলমারী উপজেলার কৃতি সন্তান সকলের স্নেহের ও শ্রদ্ধাভাজন৷তিনি নব নির্বাচিত যুগ্ম সাধারন সম্পাদক বাগেরহাট জেলা শাখায় নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন জেলা ও উপজেলার যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন মহলের নেতৃত্ববৃন্দ৷ চিতলমারীবাসির সকলের প্রিয় মুখ এবং একনামে পরিচিত যার অবদান রয়েছে গরীব ও মেহনতী মানুষের মাঝে৷যিনি অসহায় ও দুস্থদের পাশে থাকেন সবসময়৷নজরুল ইসলাম যেন সর্বদা সুস্থ থাকেন তার দীর্ঘায়ু কামনা করেন এলাকাবাসি৷
Leave a Reply