monetag
রেজাউল করিম কক্সবাজার প্রতিনিধি
পেকুয়া কক্সবাজারের পেকুয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল তিন সহোদরের বসতবাড়ি। শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর ও ইউপি সদস্যরা পরের দিন সকালে অগ্নিকান্ডে ভস্মীভূত স্থান পরিদর্শন করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানায়, রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়া এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে প্রবাসী জাহেদুল ইসলাম বাবুলের বাড়িতে একদল দূর্বৃত্ত আগুন দেয় । এসময় মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চর্তুদিকে ছড়িয়ে অপর দুইভাই রেজাউল করিম মিন্টুও মহিউদ্দিনের বসতঘর পুড়ে যাই। তাদের কাছে রক্ষিত নগদ ২ লক্ষ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও দামি আসবাবপত্রসহ প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির মালিক জাহেদুল ইসলাম বাবুল বলেন, ঘটনার দিন আমার স্ত্রী অসুস্থ ছিল তাই ১০ টার দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাই। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমার মেয়ে রাজাখালী বি.ইউ.আই ফাজিল মাদ্রসায় পড়–য়া ছাত্রী জেরিন তাসমিন ফারিহা আগুনের বিষয়টি নিশ্চিত করে চিৎকার করতে থাকে। বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিবানোর চেষ্টা করে। শনিবার দিবাগত রাতে সুন্দরীপাড়ায় জাহেদুল ইসলাম বাবুলের বসতবাড়িতে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এ সময় টিনের ছাউনির বসতবাড়িটি পুঁড়ে ছাই হয়ে যায়। খবকর পেয়ে পেকুয়ার সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনি সেখানে পৌঁছেন। তবে দমকল বাহিনির সদস্য পৌছানোর পূর্বেই বসতবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে করে বসতবাড়ির মালিকের প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বসতবাড়ির গৃহবধূ বাবুলের স্ত্রী ছাবেকুন্নাহার বলেন, পূর্বপরিকল্পিত আগুনে সব কিছু জ¦লসে দিয়েছে। ইলেট্টনিক্স পণ্য, স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা, পানির পাম্প মেশিন, আসবাবপত্র, তৈজসপত্র, কাপড় চোপড়, মূল্যবান কাগজপত্র, দলিল পত্র আগুনে পুঁড়ে ছাই হয়ে যায়। বসতির ২০/৩০ টি নারিকেল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছও আগুনে পুঁড়ে গেছে। ৩০ টি কবুতর, ২০টির বেশী মুরগী আগুনে পুঁড়ে মারা গেছে। রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, আমার যে টুকু ধারণা শত্রæতা করে কে বা কারা এ আগুন ধরিয়ে দিয়েছে। এটি জগন্য অপরাধ। অপরাধী যে হোক তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি।
Leave a Reply