ডেস্ক রিপোর্ট
মাগুরা সদর উপজেলার শেখ পাড়ায় প্রতিষ্ঠিত “মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জহুর ই আলম ও হাসিনা আলম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে” আজ ২৯ ও ৩০শে নভেম্বর শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জীবনমান উন্নয়নে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাগুরা এর মাধ্যমে দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প স্থানীয় প্রতিবন্ধীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দান করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মোঃ জহুর ই আলম জানান ” আমি প্রতিনিয়তই প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছি, ইতিমধ্যে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য নিজের জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি । এমপিওভুক্তির জন্য আবেদন করা হয়েছে, এছাড়া বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য মাগুরা জেলা পরিষদে সাহায্যের আবেদন করা হয়েছে, আশা করছি আগামীতে এই বিদ্যালয়টি অত্র এলাকার প্রতিবন্ধীদের শিক্ষা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।” মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করছেন ডাক্তার নাদিরা আলম, ক্যাম্পের এর পাশাপাশি সরকারি বিশেষ ভ্রাম্যমান ফিজিওথেরাপি ইউনিট কাজ করে যাচ্ছে। এই ভ্রাম্যমান ফিজিওথেরাপি ইউনিট প্রতিবন্ধী শিশুদেরকে বিশেষ থেরাপির মাধ্যমে তাদের কার্যক্ষম করতে সহায়তা করছে। মাগুরা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম জানান ” সরকার ৬৪টি জেলায় ৩২ টি ভ্রাম্যমান ফিজিওথেরাপি ভ্যান প্রদান করেছে, এর মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধীদের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়।” এলাকার জনগণ মনে করেন এই অঞ্চলের প্রতিবন্ধীদের শিক্ষা প্রসারে ও তাদের জীবন মান উন্নয়নে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরী আলম ও হাসিনা আলম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টিকে অবশ্যই এমপিওভুক্ত করা উচিত।
Leave a Reply