টাংগাইল জেলা প্রতিনিধি মোঃসবুজ রানা
মির্জাপুর ৫ নং বানাইল ইউপি চেয়ারম্যান প্রার্থী জনাব নুরুল ইসলাম খান (চেয়ারম্যান নিক ফেয়ার কন্টাক্টটর কোঃ লিঃ সিঙ্গাপুর)। তিনি বলেন আমাকে যদি ইউপি চেয়ারম্যানের নমিনেশন আওয়ামীলীগ থেকে দেওয়া হয় তাহলে আমি আমার ৫ নং বানাইল ইউনিয়ন-কে উন্নয়নের রুল মডেল হিসেবে পরিণত করবো।তিনি আরো বলেন প্রতিটি গ্রামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান,মন্দির, ক্লাব, রাস্তাঘাট, বয়স্ক বাতা, বিধবা বাতা সহ সব ধরনের উন্নয়ন মূলক কাজ করবো।৫নং বানাইলের জনগনের কাছে আমি দোয়া ও ভোট প্রত্যাশী।
Leave a Reply