monetag
টাংগাইল জেলা প্রতিনিধি মোঃ সবুজ রানা
মির্জাপুর চরবিলসা গ্রামের সরকারি নির্মিত ব্রীজের রেলিং রাতের আধারে কেটে ফেলেছে মজনু মাস্টার ও বাবু খান নামের প্রভাবশালী দু’পরিবার। ব্রীজের রেলিং কেটে অন্যের জমি দখল করে নিজের বাড়ীতে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করে।এলাকাবাসী জানান এই ব্রীজের রেলিং কেটে ফেলাতে ভেংগে যাওয়ার আশংকা রয়েছে অনেক বেশি। (এল.জি.ইডি)মির্জাপুর উপজেলার প্রকৌশলী মোঃআরিফুল ইসলামের সাথে যোগাযোগ করে তিনি সাংবাদিকদের বলেন সে যত বড় প্রভাবশালী হোক না কেনো সরকারি নির্মিত ব্রীজের রেলিং যদি কেটে ফেলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply