ইমরুল শাহেদ
আসমানী খ্যাত ছবির নায়িকা সুস্মী রহমান এখন অনুদানের দায়মুক্তি ছবি নিয়ে ব্যস্ত আছেন। সুস্মী জানালেন, আরো নতুন ছবির অফার আছে। মহামারীর কারণে তার নিজের ব্যবসা বাণিজ্য যেমন থমকে গেছে তেমনি চলচ্চিত্রে বিনিয়োগের ক্ষেত্রেও নেমে এসেছে একটা স্থবিরতা। সব কিছু সচল হতে সময় লেগে যাবে। তিনি বলেন, ‘আগামী বছর নাগাদ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে।’ তিনি আশা করছেন মহামারী কেটে গেলে তার ব্যবসা-বাণিজ্য আগের মতো আবার সচল হবে। তবে ইতোমধ্যে তিনি একটি অনলাইন ব্যবসায়ের কথা ভাবছেন। প্রাথমিকভাবে তার কার্যক্রমও শুরু করতে যাচ্ছেন। এই অনলাইনের মাধ্যমে তিনি মুদি মাল সরবরাহ করবেন। এর পাশাপাশি তিনি অভিনয়ের ব্যাপারে সিরিয়াস হয়েছেন বলে উল্লেখ করলেন। বললেন, ‘অভিনয়ের ব্যাপারে আগে আমার একটা গা-ছাড়া ভাব ছিল। এখন আমি পুরোপুরি সিরিয়াস।’ কথা প্রসঙ্গে উঠে আসে শাকিব খানের বিষয়টি। শোনা যাচ্ছিল তিনি মো. ইকবাল প্রযোজিত চামেলি ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। তিনি বলেন, ‘গোটা বিষয়টাই গুজব। প্রযোজকের সঙ্গে এ নিয়ে আমার কখনো কোনো কথা হয়নি। আর এই ব্যাপারটা আমরা কেউ দাবিও করিনি। কথাটা রটলো কিভাবে সেটাই আমি জানিনা। আমি শাকিব খানের সঙ্গে কাজ করব না। শাকিব খান অনেক যোগ্যতাসম্পন্ন একজন অভিনেতা। তার তুলনায় আমি একেবারেই নগণ্য একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করতে গেলে আমি হারিয়ে যাব। আর আমি হারিয়ে যেতে চাই না।’ দায়মুক্তি ছবিতে তিনি সায়মন সাদিকের বিপরীতে কাজ করছেন। আগের ছবি আসমানীতে তার নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী। সায়মন সম্পর্কে তিনি বলেন, সায়মন অনেক ভালো একজন অভিনেতা এবং সহযোগিতাপরায়ন। সবচেয়ে বড় কথা হলো, তার আচরণ অনেক ভালো। বাপ্পী চৌধুরী সম্পর্কে তিনি বলেন, ‘তিনি নিশ্চয়ই ভালো অভিনেতা। সেজন্যইতো আমার ছবিতে তাকে নিয়েছিলাম। তিনি আমার প্রথম নায়কও।’
Leave a Reply