হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনপ্রিয় অনলাইন পত্রিকা “নীলাকাশ বার্তা” এর প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় ২৭ সে নভেম্বর ২০২০ শুক্রবার সন্ধ্যা সাত টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর অনলাইন পত্রিকা নীলাকাশ বার্তা এর প্রধান কার্যালয়ে। সেই প্রতিনিধি সম্মেলনের সংবাদটি এক ডজন অনলাইন পত্রিকার সম্পাদকেরা প্রকাশ করেছেন। এর মধ্যে জেলা ও জেলার বাহিরের জনপ্রিয় অনলাইন পত্রিকাও রয়েছে। স্থানীয়দের মধ্যে যে পত্রিকা গুলো রয়েছে, বাংলা প্রতিদিন, গন টিভি, দৈনিক সময়, নিউজ টোয়েন্টিফোর শ্যামনগর, এছাড়া এসএনবি নিউজ২৪ (ঢাকা), আলোকিত জনপদ ( মাদারীপুর), দৈনিক খাস খবর বার্তা ( ঢাকা), একাত্তরের কন্ঠ ( টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ), দৈনিক প্রতিদিনের বার্তা (ঢাকা) সিডি লাইভ টোয়েন্টিফোর, ক্রাইম নিউজ ২৪, সমাজের আলো (সাতক্ষীরা) সহ অনেক গুলো অনলাইনে প্রকাশ করা হয়েছে।নীলাকাশ বার্তা এর সম্পাদক মোঃ নুরুজ্জামান এক বিবৃতিতে বলেন, নিরপেক্ষ নয় সত্যের পক্ষে এই শ্লোগান নিয়ে নীলাকাশ বার্তা এগিয়ে চলছে তার নিজস্ব গতিতে। নীলাকাশ বার্তা সাদাকে সাদা, কালোকে কালো বলতে জন্ম নিয়েছে। নীলাকাশ বার্তা কেবল হামাগুড়ি দিতে শিখেছে। নীলাকাশ বার্তাকে এখন অনেক পথ পাড়ি দিতে হবে। নীলাকাশ বার্তার প্রতিনিধি সম্মেলনে সহযোগী অনলাইন পত্রিকা গুলোর সাংবাদিক ও সম্পাদকরা যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমরা নীলাকাশ বার্তা পরিবার অত্যান্ত খুশি ও গর্বিত। কৃতজ্ঞতা স্বীকার করছি সহযোগী সাংবাদিক ও সম্পাদকদের। এবং আগামীতে আপনারা যেনো এমন ভাবে নীলাকাশ বার্তা এর পাশে থাকেন সেই প্রত্যাশা করছি।
Leave a Reply