নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে চোলাই মদসহ সুমন ও আকাশ নামে ২ যুবককে আটক করেছে র্যাব। আজ শনিবার দুপুর ১ ঘটিকায় দিকে শহরের হরিশপুর এলাকা থেকে ২৫ লিটার চোলাই মদসহ তাদের আটক করে র্যাব। আটক সুমন সদর উপজেলার কালিকাপুর গ্রামের মৃত খালেক গাজীর ছেলে ও আকাশ বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার মিঠু বাসফোর এর ছেলে। র্যাব-৫, রাজশাহী সিপিসি-২ (নাটোর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুর এক ঘটিকার দিকে র্যাবের একটি অপারেশন দল শহরের হরিশপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই ২৫ লিটার চোলাই মদ বহনের অভিযোগে সুমন এবং আকাশকে ওই মাদকসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই চোলাই মদ বহনের কথা জনসমক্ষে শিকার করে পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply