বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার ফোনালাপ ফাঁস এনসিপি নেতা সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বিসিআইসির বাফার ৩৪ গুদাম নির্মাণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি প্রধান উপদেষ্টার পদক্ষেপ কামনা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বে থাকা সচিবের ক্ষমতা বহির্ভূত কর্মকান্ড! মদারীপুরে হুমকি দিয়ে দিনের আলোয় ফ্লিল্ম স্টাইলে দূর্ধর্ষ ডাকাতি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা,এক যুবক নিহত পিপিআরের শর্ত ভঙ্গ করে বিল পরিশোধ: নৌ-পরিবহন অধিদপ্তরে আওয়ামী লীগের দোসররা এখনো বহাল তবিয়তে! বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব সমীর সরকার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৌশলী মাসুদের ক্ষমতার উৎস কোথায়?1

সারা বাংলাদেশে যুবলীগকে শক্তিশালী সংগঠন করা হবে: যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ২৭৩ Time View

আরিফুর রহমান সিনিয়র স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতি ফোরামের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন নেতাকর্মী ও জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। উত্তরবঙ্গের কৃতি সন্তান ড.সাজ্জাদ হায়দার লিটন তার পিতা শাহজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং শাহজাদপুর থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মতিন মোহনের সমাধিতে শ্রদ্ধা জানাতে এবং তার মায়ের সাথে দেখা করতে সিরাজগঞ্জের শাহজাদপুরে গিয়েছেন। সকালে হযরত মখতুম শাহদৌলা (রহঃ) এর মাজার জিয়ারত করেন এবং তার পিতা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মতিন মোহনের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। ড. সাজ্জাদ হায়দার লিটনের সিরাজগঞ্জ আগমন উপলক্ষে শত শত মোটর সাইকেল এবং কয়েকটি গাড়ি নিয়ে সিরাজগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু সেতু থেকে তার সঙ্গে যোগ দেন। বর্নিল পতাকা দিয়ে সাজানো হয় রাস্তাঘাট। ড. সাজ্জাদ হায়দার লিটনকে প্রথমে বঙ্গবন্ধু সেতুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সিরাজগঞ্জ জেলা যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা পরে সিরাজগঞ্জ রোডে সলঙ্গা থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এবং উল্লাপাড়া উপজেলা ও নিজ উপজেলা শাহজাপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। জানা যায়, এটা কোন গণসংবর্ধনা ছিলোনা শুধু মাত্র শাহজাপুরে আসেন তিনি। আগামী ডিসেম্বর মাসের মধ্যে তার নিজ উপজেলা শাহজাপুরে গণসংবর্ধনার আয়োজন করা হবে। এসময় ড. সাজ্জাদ হায়দার লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ এবং সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম নিখিলের সাথে সারা বাংলাদেশে যুবলীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। প্রতিষ্ঠার পর থেকেই নানা সংকট ও চ্যালেঞ্জ যুবলীগ মোকাবিলা করে যাচ্ছে। আগামীর যুবলীগ হবে মেধা এবং রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন। দুর্নীতি ও ক্যাসিনোবাজদের যুবলীগে ঠাঁই হবে না। যুবলীগ মানুষের কল্যাণে কাজ করবে। আজ আমার সংবর্ধনা অনুষ্ঠান না। আমি শুধু আমার বাবার কবর জিয়ারোত করতে এসেছি এবং মাকে দেখতে এসেছি। আপনারা তবুও যে আমাকে ভালোবাসা দিয়েছেন তাতে আমি সিক্ত।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense