গাজীপুর প্রতিনিধি
কোভিট-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” বিষয়ে গুরুত্ব দিয়ে গাজীপুরের শ্রীপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকারী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ অংশ নেওয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা সনদ প্রদানের মাধ্যমে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ফারাজানা নাসরীন, পৌর মেয়র আনিছুর রহমান, শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন,কৃষি কর্মকর্তা মূয়ীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ তদবীরুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা নাসরীন, আইসিটি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন,আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বরমী ইউপি চেয়ারম্যান বাদল সরকার, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাছান প্রমুখ। মেলায় অতিরিক্ত দর্শনার্থী হৃযে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলাটা কষ্টককর হয়ে যায়। এতে শিক্ষার্থীদের ঝুকির বিষয়টি আলোচিত হয়েছে। মেলায় স্কুল পর্যায়ে ১১ টি ও কলেজ পর্যায়ে ৫টি প্রদর্শনী স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পরে মঙ্গলবারে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়ারে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মেলায় অংশ নেওয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলায় ১ম হয়েছেন আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ। ২য় স্থান অর্জন করেন হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় ও ৩য় হয় শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে ১ম স্থান অর্জন করে বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ। ২য় হয় মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজ এবং ৩য় স্থান অর্জন করে ধলাদিয়া ডিগ্রি কলেজ। বিজ্ঞান অলিম্পিয়ার জুনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করেছেন আবেদ আলী গাল্স স্কুল এন্ড কলেজের ছাত্রী মৌমুতি জাহান। দ্বিতীয় হয়েছেন শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌসী জুথী ও তৃতীয় হয়েছেন আবেদ আলী গার্লস স্কুলের ছাত্রী ইসমিতা ইশরাত। এছাড়াও সিনিয়র গ্রুপের ১ম,২য় ও ৩য় স্থান অর্জন করেছে শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজ।
Leave a Reply