মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধি
প্রায় ২৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ধুপইল থেকে বিলমাড়িয়া ইউনিয়নের বিলমাড়িয়া পর্যন্ত ৩ হাজার ৬৪০মিটার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম বকুল। আজ শনিবার ২৮(নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, সাবেক সংসদ সদস্য শহীদ জননেতা মমতাজ উদ্দিনের সন্তান শামীম আহমেদ সাগর, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, লালপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ইউসুফ আলী, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা সহ দুই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলজিইডির কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply