বিশেষ প্রতিনিধি
পিরোজপুর। পিরোজপুর জেলার সদর উপজেলার বাদুরা গ্রামে মাহবুব আকনকে তারই আপন ভাই মোশারফ আকন মেরে রক্তাক্ত করে দিয়েছে । মোস্তোফা আকন ও মাহবুব আকন এরা পিরোজপুর জেলার সদর উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুস সত্তার আকন ও রিজিয়া বেগম দম্পতির সন্তান। আজ দুপুরে মাহবুব আকন তার ক্রয়কৃত ১৫ শতক জমিতে কাজ করতে যায় এসময় তার আপন ভাই মোশাররফ আকন কাজে বাধা দেয় এবং মাহবুবকে প্রানে মারার জন্য শাবল নিয়ে দৌড়ে আসে এসময় মাহবুবকে বাচাতে পথ চারিরা এগিয়ে আসলে মাহবুব প্রানে রক্ষা পায় । তার আগেই মাবুবকে ইট মেরে কাপাল ও হাত ফাটিয়ে দেয় মোশারফ আকন । ক্রয়কৃত জমির খতিয়ান নং ২৯৮ বিএস দাগ নং ১৭৯৭ ও ১৭৯৯। উল্লেখ্য যে ইতোপূর্বে মাহবুব আকনকে তারই আপন ভাই মোস্তফা আকন ও মোশারফ আকন হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে দিবালোকের সামনে দা দিয়ে কুপিয়ে নদীতে লাশ ফালানোর হুমকি দিয়েছিল । যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল । আজকের ঘটনার ব্যাপারে পিরোজপুর কোর্টে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আজকে মাহবুব আকনকে মারা এবং জমিতে কাজ করতে বাধা দেয়ার বিষয় জানতে চাইলে মোশারফ আকন বলেন আমি কাউকে মারি নাই এবং উক্ত জমি মাহবুবের না । তার কাছে জানতে চাওয়া হয় উক্ত জমির দলিল তো মাহবুবের নামে তাহলে কেন অস্বীকার করছেন তিনি তার সদোত্তর দিতে পারেন নি।
Leave a Reply