মোঃ আমানুল্লাহ ফকির, বিশেষ প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটির ঘোষিত কর্মসূচীর আওতায় আজ বৃহষ্পতিবার সকাল থেকে দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন তারা। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থানরত উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় কৃষ্ণ রাড়ৈ সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটির সদস্য নাসরিন সুলতানা। এছাড়া বক্তব্য রাখেন মুজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় বক্তরা কয়েকটি দাবি জানান। দাবিগুলো হলোঃ- নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ। এসময় বক্তারা দাবী পূরণ না হলে চলমান হাম-রুবেলা ক্যাম্প, মা ও শিশুর টিকা দান সহ সকল প্রকার কর্মসূচী বর্জনের ঘোষনা দেন। যার প্রভাবে রাজৈরের এমআর ক্যাম্পেইনসহ টিকাদান ও চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply