বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন। শপথ গ্রহন করেন নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, সদস্য সফিকুর রহমান, আনোয়ার হোসেন স্বপন, আরিফুর রহমান সাগর, হাছিবুর রহমান, আরিফ হোসেন, জাকির হোসেন, আয়নাল হোসেন, আব্দুর রাজ্জাক সিকদার, আজিজুল হক মালুম, সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার, আলেয়া বেগম ও নাছরিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন জেলা নিবার্চন অফিসার মতিয়ুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুশরাত জাহান, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, কাঞ্চন পৌর মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম, থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন প্রমুখ। উল্লেখ্য ২০ অক্টোবর দাউদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর ফলাফলের গেজেট প্রকাশিত হয়।
Leave a Reply