monetag
মো: ইসরাফিল ইসলাম, নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় দ্বিতীয় ধাপে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোছাঃ তাসমিনা খাতুন। ২৫ নভেম্বর বুধবার উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর বাজারে ইউনিয়ন পরিষদ মোড়ে মাস্ক এর ব্যবহারের উপর মোবাইল কোর্ট পরিচালনার সময় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭ টি মামলায় ৭ জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। পরে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মদ সেবন করে ট্রাক চালানোর অপরাধে ৩ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারদন্ড ও ১০০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ০৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ অভিযানে সহায়তা করেন নলডাঙ্গা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর এর ফোর্স ।
Leave a Reply