মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে চিনিকল বিক্রির পাঁয়তারা বন্ধ, গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রমিক কর্মচারীদের পাওনা ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে নাটোর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ মিলের শ্রমিক-কর্মচারীরা। সকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে এক মানববন্ধনে মিলিত হয়। বক্তারা, দ্রুত চিনিকল চালু করে আখ চাষীদের আখ কেনার ব্যবস্থা সহ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের দ্রুত দাবি জানান বক্তারা। পাশাপাশি সকল বন্ধ পাটকল খুলে দেওয়ার দাবি জানান তারা। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মিজানুর রহমান, আব্দুর রশিদ, সাইফুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা বলেন, মিল বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ কৃষক ও শ্রমিকদের দাবি মেনে নেওয়া না হলে রেলপথ সড়কপথ অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও প্রতিবাদ সমাবেশ থেকে হুমকি প্রদান করা হয়।
Leave a Reply