নীতি সরকার, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক লাউঞ্জ এবং একইসাথে ‘জুম’ অ্যাপেস এর মাধমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বশরীরে ও অনলাইন ‘জুম’ অ্যাপের মাধ্যমে ১৬০জন শিক্ষকের উপস্থিতিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান। সভায় শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রাণবন্ত আলোচনা হয় বলে জানা যায়। বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষকদের পদোন্নতি জট নিরসন, আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্থ শিক্ষকদের ক্ষতি প্রশমনে করণীয় নির্ধারণ, শিক্ষকদের পারিতোষিক হার যুগোপযোগীকরণ, শিক্ষক ক্লাবের পরিচালনা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ, অনলাইন ক্লাস প্রকৃতার্থে ফলপ্রসূ করণে শিক্ষার্থীদের মোবাইল ইন্টারনেট ডাটা প্রদান, শিক্ষকদের আবাসন এবং আমলাতান্ত্রিক নানান জটিলতাসহ বর্তমান শিক্ষক সমিতির মেয়াদ শেষে নতুন শিক্ষক সমিতি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। সভায় শিক্ষকদের দুই বছর ধরে আপগ্রেডেশন এবং রিজেন্ট বোর্ড না হওয়ায় প্রায় ১০০ শিক্ষকের আপগ্রেডেশন সর্বনিম্ন ৮ মাস থেকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত আটকে আছে। যা এই নভেম্বরে ১৮০ সংখ্যায় দাঁড়াবে বলে অনুমান করা হয়েছে। এতে করে শিক্ষকরা নানাভাবে আর্থিক, সামাজিক, মানসিক এবং পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানা যায়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, এই ক্ষতি প্রশমনে প্রশাসন আগামী ২০ ডিসেম্বর তারিখের মধ্যে শিক্ষক আপগ্রেডেশন নীতিমালা সংশোধন করে প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধাসহ এসকল শিক্ষকদের পদোন্নতি নিশ্চিত করবেন। অন্যথায় শিক্ষকেরা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। সভায় বক্তারা অনলাইন ক্লাস আরো ফলপ্রসূ করতে শিক্ষার্থীদের মোবাইল ডেটা প্রদানসহ বিভাগগুলোতে অনলাইন ক্লাসের সরঞ্জামাদি প্রদানে বিশেষ অনুরোধ জানান এবং একইসাথে ইতিহাস ও ইটিই বিভাগের চলমান সংকট নিরসনে বিশেষ তাগিদ দেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষক ক্লাব পরিচালনায় এসিসিই বিভাগের সভাপতি এবং সহকারী অধ্যাপক ড.মো. কামরুজ্জামানকে সভাপতি এবং এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসেনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply